দুর্নীতি
ব্যুরো নিউজ, ১৬ নভেম্বর: নিয়োগ দুর্নীতি মামলায় দ্রুত বেঞ্চ গঠনের আশ্বাস প্রধান বিচারপতির

রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা ফের কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্ট। গ্রুপ-ডি, গ্রুপ-সি সহ রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টকে নতুন ডিভিশন বেঞ্চ গঠন করে, সমস্ত মামলার ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। পাশাপাশি সিবিআইকে দুই মাস সময় দওয়া হয়েছে তদন্ত শেষ করার জন্য। 
নিম্নমানের রেশন সামগ্রী! বিক্ষোভের জেরে ঘটনাস্থলে খাদ্য দফতর

সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বেলা এম ত্রিবেদীর বেঞ্চ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে এই মামলাগুলির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দেয়। আগামী ছয় মাসের মধ্যে যাতে এই সংক্রান্ত মামলাগুলির শুনানি শেষ হয় সেই নির্দেশও দেওয়া হয় ।


এই বিষয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী অনিন্দ্য লাহিড়ি। প্রধান বিচারপতি দ্রুত বেঞ্চ গঠনের আশ্বাস দেন। প্রধান বিচারপতি এই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বিশেষ বেঞ্চ গড়ে দেবেন। আর সেই বেঞ্চেই চলবে মামলাগুলি। ইভিএম নিউজ


বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর