মনসারাম কর, চন্দ্রকোনা, ২৪ ফেব্রুয়ারিঃ শিক্ষায় নিয়োগদুর্নীতির অভিযোগে দুই কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হয়ে, আপাতত জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ রাজ্যের বিধায়ক এবং শিক্ষা দফতরের একাধিক কর্তা। এবার সেই দুর্নীতির অভিযোগে আঙুল উঠলো তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষাসমিতির কোষাধ্যক্ষ সঞ্জীব কোলের বিরুদ্ধে। কোনও গুঞ্জন নয়, তৃণমূলের এই শিক্ষক নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার রীতিমতো পোস্টার ছড়িয়ে পড়ল, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সঞ্জীব কোলের একটি ঘনিষ্ঠ ছবি ছাপানো সেই পোস্টারে, শিক্ষিত বেকার ছেলেদের ভবিষ্যৎ বিক্রী করে গ্রেফতার হওয়া পার্থঘনিষ্ঠ সঞ্জীব কোলেকে, অবিলম্বে ইডি হেফাজতে নিয়ে তদন্ত করারও দাবি জানো হয়েছে। পোস্টারকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই, জেলা জুড়ে তৈরি হয় রাজনৈতিক শোরগোল। বিবৃতি আর পাল্টে বিবৃতির যুদ্ধে জড়িয়ে পড়ে, শাসক তৃণমূল কংগ্রেস আর বিজেপি এবং বামেরা। যদিও যাঁকে নিয়ে এই পোস্টার, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষাসমিতির কোষাধ্যক্ষ সেই সঞ্জীব কোলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই কেউ এই পোষ্টার দিয়েছে। পাশাপাশি, শাসকদলের শীর্ষস্তরের নেতামন্ত্রী আর বিধায়কের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে ওই শিক্ষকনেতার যুক্তি, অনেকের সাথেই তাঁর ছবি রয়েছে। তবে তিনি কোনও দুর্নীতিতে যুক্ত নন।
যদিও বেলা বাড়তেই এলাকার তৃণমূল কর্মীরা সঞ্জীব কোলের বিরুদ্ধে লেখা ওই পোস্টারগুলি ছিঁড়ে ফেলেন। অন্যদিকে চন্দ্রকোনার তৃণমূল বিধায়ক অরূপ ধাঁড়ার দাবি, ঘটনার কথা তিনি নাকি শোনেননি।
তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বিষয়টি ছেড়ে দিতে রাজি হয়নি, বিজেপি এবং বাম সহ জেলার বিরোধীরা। বিরোধী শিবিরের সমস্বর দাবি, সঞ্জীব কোলের বিরুদ্ধে ইডি তদন্ত করুক।
এখন দেখার নিয়োগ দুর্নীতিতে গোপাল দলপতি আর হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের পর তৃণমূল প্রভাবিত শিক্ষক সমিতির নেতা সঞ্জীব কোলেও কেন্দ্রীয় গোয়েন্দাদের আতসকাচের নীচে আসেন কিনা।