ব্যুরো নিউজ, ৬ সেপ্টেম্বর: নিম্নচাপের জেড়ে বঙ্গে বৃষ্টি। 

২ ঘণ্টায় ৬১ হাজার বজ্রপাত | মৃত ১২

ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি। ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি-সহ হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যান্য দিনের থেকে ৭ তারিখ বেশি বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য দিনগুলিতে হাল্কা থেকে মাঝার বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের দুই এক জায়গায় হাল্কা বৃষ্টির পূর্বাভাষ। ২৪ ঘন্টা পর থেকে উত্তরবঙ্গের সামান্য একটু বৃষ্টি বাড়ার আশঙ্কা। বৃষ্টির কারণেও তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তাপমাত্রা থাকবে ৩১ থেকে ৩২ ডিগ্রির মধ্যে। দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্তের জেরে মাঝারী বৃষ্টি হলেও, উত্তরবঙ্গে সেই ধরনের কোনও বৃষ্টির সম্ভবনা নেই। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর