ইভিএম নিউজ, ৬ মার্চঃ রাশিয়ার গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারে ‘স্পুটনিক ভি’ আবিষ্কার হয়। ১৮ জন  বিজ্ঞানীর একটি দল এই ভ্যাকসিন আবিষ্কার করেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন আন্দ্রে বোতিকভ। করোনাকালে এই রুশ ভ্যাকসিন পেয়েছেন ভারত সহ বিশ্বের বেশ কিছু দেশের মানুষ। সেই বিজ্ঞানী আন্দ্রে বোতিকভ নিজের বাড়িতেই খুন হলেন। রাশিয়ান সংবাদমাধ্যম সুত্রের খবর, ওই বিজ্ঞানীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

সুত্রের খবর, বৃহস্পতিবার মস্কোতে তার বাসভবনে রাশিয়ান বিজ্ঞানী আন্দ্রে বোতিকভের(৪৮) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই বিজ্ঞানীর সারা শরীরে ছুরির আঘাতের চিহ্ন ও গলায় শ্বাসরোধ করারও চিহ্ন পাওয়া গেছে। তাই পুলিশের অনুমান আততায়ী ৪৮ বছরের ওই বিজ্ঞানীকে গলায় বেল্ট জড়িয়ে শ্বাসরোধ করে খুন করেছে।

বোতিকভের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিশেষ তদুন্তের নির্দেশ জারি করে ক্রেমলিন। রাশিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা সেই নির্দেশ অনুসারে এক বিশেষ তদন্তকারি দল গঠন করে। সেই বিশেষ গোয়েন্দাবাহিনী সেই তদন্তে নেমে  ২৪ ঘণ্টার মধ্যেই চিহ্নিত করে খুনিকে। রুশ পুলিশ সুত্রে খবর, বোতিকভের খুনি ২৯ বছরের এক যুবক। নাম অ্যালেক্সি। তাকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশি জেরায় খুনের কথা সে স্বীকারও করেছে বলে জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম। অ্যালেক্সির নাম আগে থেকেই পুলিশের খাতায় ছিল। যৌন কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিল সে। শাস্তি হিসেবে ১০ বছর জেলও খেটেছিল সে। তবে অ্যালেক্সি কেন আন্দ্রেকে খুন করলো তা এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, রাশিয়ান বিজ্ঞানী আন্দ্রের ওপর এর আগেও হামলা করা হয়েছিল। তখনও তার বাড়িতে আততায়ীরা হামলা চালিয়েছিল। সৌভাগ্যবশত সেই সময় প্রাণে বেঁচে যান তিনি। কিন্তু বৃহস্পতিবার আর নিজেকে রক্ষা করতে পারলেন না তিনি। আততায়ী ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তারপর গলায় বেল্ট জড়িয়ে খুন করে তাঁকে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর