ব্যুরো নিউজ, ২৯ সেপ্টেম্বর: না ফেরার দেশে ‘এম এস স্বামীনাথন’
প্রয়াত ‘সবুজ বিপ্লবের জনক’ এম এস স্বামীনাথন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। আজ চেন্নাইয়ে তার জীবনাবসান হয়। তার হাত ধরেই কৃষিতে উন্নতিলাভ করেছিল ভারত। তিনি ফাদার অফ ইকোনমিক ইকোলজি নামেও পরিচিত। এই প্রখ্যাত কৃষি বিজ্ঞানি ১৯৬৭ সালে পদ্মশ্রীতে ও ১৯৭২ সালে পদ্মভূষণে ভূষিত হন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই।
ইউসিসি বিলের বিরুদ্ধে প্রতিবাদ সভা
তার বাবা ও মোহনদাস করমচাঁদ গান্ধী তাকে কৃষিবিজ্ঞানে উচ্চশিক্ষা লাভের জন্যে প্রভাবিত করেন। শুধু দেশেই নয় আন্তর্জাতিক স্তরে কৃষি ও পরিবেশ সংক্রান্ত কাজে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। তার এই গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বরনে রেখেই ১৯৮৭ সালে ওয়ার্ল্ড ফুড প্রাইজ দেওয়া হয়।
ষাটের দশকে পরপর খরার হয় তখন দেশে শস্য উৎপাদনে ব্যাপক ক্ষতি হয়। সেই সময় ভারত আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পরে। এরপরই কৃষিতে সবুজ বিপ্লবের মাধ্যমে দেশকে আত্মনির্ভর করে তোলেন এই বিজ্ঞানী। তার অনুপ্রেরণায় দেশে উৎপাদন হতে থাকে বিপুল পরিমাণে ধান ও গম।
১৯৭১ সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার পান। ১৯৭৯ সালে কৃষি সেচ মন্ত্রকের প্রিন্সিপাল সেক্রেটারি হন। ১৯৮০ সালে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রীর পদে বসে মসনদ দখল করলে স্বামীনাথনকে প্লানিং কমিশনের সদস্য করা হয়। ১৯৮৬ সালে তাকে এলবার্ট আইনস্টাইন ওয়ার্ল্ড সাইন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। ইভিএম নিউজ