ইভিএম নিউজ ব্যুরো, ২৪ মেঃ জাপানে অনুষ্ঠিত জি৭ সম্মেলনে ফেলে দেওয়া প্লাস্টিকের তৈরি জ্যাকেট পরে বিশ্বমঞ্চে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি৭ সম্মেলনে মোদী চাষের কাজে রাসায়নিক সার প্রয়োগের বদলে জৈবিক কৃষিকাজের কথা বলেন।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি ডিজিটাল বিশ্বের সুফল বিশ্বের প্রতিটি কৃষকের কাছে পৌঁছে দেওয়া একান্তই প্রয়োজন।’ এদিকে জি৭ সম্মেলনের পর কোয়াড বৈঠকেও মোদী জলবায়ু পরিবর্তন নিয়ে নিজের উদ্বেগের কথা তুলে ধরেন। এই আবহে জলবায়ু পরিবর্তনের ওপর চারটি দেশের একটি প্যানেল গঠনের পরামর্শ দেন মোদী। তিনি বলেন, আমাদের লক্ষ্য নেট জিরো (কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা) বিশ্ব তৈরি করা। এর জন্য কম খরচে দূষণ মুক্ত জ্বালানি ইন্দো-প্যাসিফিক এলাকায় পৌঁছে দিতে হবে। আমাদের উচিত এই অঞ্চলে পরিবেশ সংরক্ষণের জন্য অর্থ এবং প্রযুক্তি প্রদান করা।

প্রসঙ্গত:, এর আগেও ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলের থেকে তৈরি জ্যাকেট পড়েছেন প্রধানমন্ত্রী মোদি। এবার বিশ্বমঞ্চে পরিবেশ রক্ষার বার্তা দিতে রিসাইকেল করা প্লাস্টিকের তৈরি জ্যাকেট পড়ে পরিবেশ সংরক্ষণের বার্তা দিলেন তিনি। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর