ইভিএম নিউজ ব্যুরোঃ বিনোদবিহারী মুখোপাধ্যায়। ভারতীয় চিত্রশিল্পের একজন কিংবদন্তী। অনেকে বলেন, এদেশে আধুনিক চিত্রকলার জনক। প্রবাদপ্রতিম চিত্রশিল্পী নন্দলাল বসু’র ছাত্র এবং অবিস্মরণীয় ভাস্কর রামকিঙ্কর বেইজ-এর সতীর্থ বিনোদবিহারী শান্তিনিকেতনের কলাভবনে দীর্ঘদিন শিক্ষকতাও করেছিলেন। পরবর্তীকালের রামানন্দ দাশগুপ্ত, সোমনাথ হোড়-এর মতো শিল্পীরা তাঁরই ছাত্র। এমনকী, বিশ্ববরেণ্য সত্যজিৎ রায়ও চিত্রশিল্পে দক্ষতা আর স্বকীয়তা অর্জন করেছিলেন বিনোদবিহারী মুখোপাধ্যায়ের হাত ধরেই। মঙ্গলবার এহেন মহান শিল্পীকে, তাঁর ১২০ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। মঙ্গলবার নবান্নে তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে অনাড়ম্বর এক অনুষ্ঠানে, শিল্পীর ছবিতে মাল্যদান করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। এরপর তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক ও কর্মীরা সংগীত পরিবেশন করে, তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর