ইভিএম নিউজ ব্যুরো, ৬ এপ্রিলঃ নকশালবাড়িতে নতুন রাস্তা তৈরি হচ্ছে। বৃহস্পতিবার এই রাস্তার উদ্বোধন হলো। নকশালবাড়িতে নতুন রাস্তা উদ্বোধন করলেন শিলিগুড়ির মহকুমা পরিষদের সভাপতি অরুন ঘোষ। নকশালবাড়ি ব্লকের মনিরাম গ্রাম পঞ্চায়েত এলাকায় এই রাস্তা হবে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় নিহালজোতের যে রাস্তাটি তৈরি হয়েছিল, এই নতুন রাস্তাটি সেই রাস্তাকে সংযুক্ত করবে। নিহালজোত কালীবাড়ি পর্যন্ত যাবে এই রাস্তা।

প্রসঙ্গত: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে যে রাস্তাটি তৈরি হয়েছে সেটি ১৩০০ মিটার অর্থাৎ এক কিলোমিটার ৩০০ মিটার লম্বা। ঝাঁ তকতকে সেই রাস্তা। কিন্তু ওই রাস্তা পর্যন্ত যাতায়াত করাটা মনিরাম গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজনের কাছে ছিল খুবই অসুবিধাজনক, কারণ নিহালজোত কালীবাড়ি থেকে যে রাস্তাটি ওই রাস্তায় গিয়ে মিশেছে সেটির হাল খুবই খারাপ। খানাখন্দে ভরা। রাতের বেলায় এবং গোটা বর্ষাকাল জুড়ে সেই রাস্তা বলতে গেলে প্রায় ব্যবহারের অযোগ্য। শুকনো খটখটে আবহাওয়া থাকলেও দিনের বেলাতেও সে রাস্তায় গাড়ি-ঘোড়া চলা বেশ বিপজ্জনক। বহুবার দুর্ঘটনা ঘটেছে। তাই গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটি পাকা করে তৈরি করা হোক। এদিন ওই নতুন রাস্তার শিলান্যাসের সঙ্গে সঙ্গেই খুশিতে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাদের দীর্ঘদিনের দাবি মিটতে চলেছে এবার।

নতুন এই রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ৪০০ মিটার। রাস্তাটি তৈরির জন্য টেন্ডার ডাকা হয়েছিল। অর্থাৎ সরকারি নিয়ম মেনেই রাস্তা তৈরি হচ্ছে। এই রাস্তা তৈরির জন্য মোট খরচ হবে ৬ লক্ষ ৫৭ হাজার ৫৩৬ টাকা। দ্রুত কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর