ইভিএম নিউজ ব্যুরো,কলকাতাঃ ২০২১ সালে দেওয়া নিম্ন আদালতের রায়ই বহাল থাকল। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল পাক জঙ্গি শাহবাজ ইসমাইলের সাজা যাবজ্জীবন কারাবাসই।
২০০৯-এর ১৯ মার্চ গভীর রাতে কলকাতা পুলিশের এসটিএফ ফেয়ারলি প্লেস থেকে শাহবাজ নামে ২৭ বছরের পাক জঙ্গিকে গ্রেফতার করেছিল। তদন্তে জানা যায় আল বদর জঙ্গি গোষ্ঠীর সদস্য শাহবাজ। মুর্শিদাবাদের বাসিন্দা মহম্মদ জামাল নাম-পরিচয় নিয়ে কলকাতায় ঘুরছিল শাহবাজ। শুধু জাল পরিচয় পত্র নয়, তার কাছ থেকে পাওয়া যায় জাল ড্রাইভিং লাইসেন্স, জাল ভোটার কার্ড, বাংলাদেশের সিম কার্ড-সহ একটি মোবাইল ফোন, বিস্ফোরক (অ্যামোনিয়াম নাইট্রেট এবং পেট্রোলিয়াম হাইকার্বোনেটের সংমিশ্রণ), নাম ও ফোন নম্বর লেখা একটি পকেট ডায়েরি এবং আইইডি (বিস্ফোরক) তৈরির নথি। শাহবাজের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, জালিয়াতি-সহ একাধিক ধারায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ মামলা রুজু করেছিল।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শাহবাজ পাক অধিকৃত কাশ্মীরের মুজ্জাফরাবাদে হরকত-উল-মুজাহিদিন গোষ্ঠীর একটি প্রশিক্ষণ শিবিরে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিল ২০০৭-এ। শিখেছিল একে-৪৭ রাইফেল, পিস্তল, রকেট লঞ্চার, হ্যান্ড গ্রেনেডের পাশাপাশি আরডিএক্স, টিএনটি জাতীয় বিস্ফোরক ব্যবহার। বড়সড়ো কোন নাশকতার পরিকল্পনা নিয়েই যে শাহবাজ শহরে এসেছিল তা বলার অপেক্ষা রাখে না।