ইভিএম নিউজ ব্যুরো, ২৪ এপ্রিলঃ এবার চাষিদের কাছ থেকে ধান কেনার ক্ষেত্রে আধারের বায়োমেট্রিক যাচাই করবে রাজ্য। স্ক্যানার ব্যবহার করে তবেই ধান কেনা হবে। এর জন্য ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার।

সূত্রের খবর, বেশ কিছু অ্যাকাউন্টে ৪৫ কুইন্টালের অনেক বেশি ধান ক্রয় করার টাকা জমা পড়ার ঘটনা সামনে এসেছিল। যদিও খাদ্য মন্ত্রক সেই সমস্ত অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করে দেয়। আর তারপরই সরকার এই ব্যবস্থা গ্রহণ করে।

ধান কেনার ক্ষেত্রে কোনরকম অনিয়ম যাতে না হয় সেই বিষয়ে নজর রাখতে বলেছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তবে শুধুমাত্র চাষিদের কাছ থেকে ধান কেনার ক্ষেত্রে বায়োমেট্রিক চালু হচ্ছে, তা নয়। স্বনির্ভর গোষ্ঠী, ফার্মার কোম্পানি, গ্রামীণ কৃষি সমবায় সংস্থা প্রভৃতির মাধ্যমে ধান কেনার ক্ষেত্রেও আধারের বায়োমেট্রিক যাচাই করার ব্যবস্থা চালু হতে চলেছে। এই ব্যবস্থা চালু করার জন্য জেলার আধিকারিকদের স্ক্যানার কেনা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে খাদ্য দফতর।

উল্লেখ্য, এর আগে ধান কেনার ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে ভুয়ো চাষিদের নামে ধান কেনার অভিযোগ উঠেছিল। সে ক্ষেত্রে অবশ্য কড়া ব্যবস্থা নিয়েছিল সরকার। তারপরেই ভুয়ো চাষিদের আটকাতে তৎপর হয়েছিল রাজ্য সরকার। তবে আধারের বায়োমেট্রিক যাচাই ব্যবস্থা এতদিন চালু ছিল না। এই ব্যবস্থা চালু হওয়ার ফলে অনিয়ম আটকানো যাবে বলে মনে করছে খাদ্য দফতর।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর