ইভিএম নিউজ ব্যুরো, ২২ জুলাইঃ (Latest News) আরও এক একুশে জুলাই। তৃণমূলের শহীদ দিবস। বৃহস্পতিবারই বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ পৌঁছে গিয়েছিলেন কলকাতায়। শুক্রবারও সকাল থেকে বেলা পর্যন্ত এলেন প্রচুর মানুষ। প্রচুর বাস তুলে নেওয়া হয়েছিল, যাতে এইসব মানুষদের ধর্মতলায় নিয়ে যাওয়া যায় সহজেই। বিভিন্ন রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে মানুষের ভিড়ে। ধর্মতলায় নামলো তৃণমূল কর্মী সমর্থকের ঢল। দলীয় পতাকা হাতে, ব্যানার নিয়ে, ঢোল বাজিয়ে এগোলেন তৃণমূল কর্মীরা দেখা গেল একটি হেলিকপ্টার। আসল নয়, কাগজের তৈরি।

সম্প্রতি মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে চড়ে আহত হয়েছিলেন, যা নিয়ে বিরোধীরা কটাক্ষ করেছিলেন।হেলিকপ্টারের প্রতীকটি যেন বিরোধীদের কটাক্ষের পাল্টা জবাব। শব্দ সদ্য তৈরি হয়েছে বিজেপি বিরোধী জোট I.N.D.I.A । সেই নাম নিয়ে বিতর্ক তৈরি হলেও তৃণমূল কর্মীরা গেরুয়া-সাদা-সবুজ রঙের বেলুন হাতে নিয়ে সভায় এলেন। ছিল লক্ষ্মীর ভান্ডারের প্রতীক। আর অবশ্যই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ বিরাট বিরাট ব্যানার। এক প্রান্তে বড় স্ক্রিনে মঞ্চের অনুষ্ঠান দেখানো হচ্ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় I.N.D.I.A জোটের দিল্লি জয়ের বার্তা দিলেন। এরই পাশাপাশি ১০০ দিনের টাকা না পাওয়ার প্রতিবাদে রাজ্যের সমস্ত বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও করার নিদান দিলেন দলীয় কর্মীদের। এদিনের সহিত স্মরণ অনুষ্ঠানে অবশ্যই এক আকর্ষণ ছিল নচিকেতার গান। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর