শ্রাবণী দাশগুপ্ত, ২৪ এপ্রিলঃ কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। আসলে যা কিছু পুরনো, তার অনেক কিছুই কিন্তু চিরকালীন। শিল্প, সাহিত্য, বিজ্ঞান – সবকিছুতেই এ কথা প্রযোজ্য। তাই রবীন্দ্রনাথের গান আজও প্রাসঙ্গিক। পিকাসোর আঁকা ছবির আকর্ষণ আজও দুর্নিবার। আর বাঙালি সত্ত্বাও বোধহয় একটু প্রাচীনপন্থী।
ইতিহাস ও ঐতিহ্যর প্রতি আমাদের টান বরাবরই একটু বেশি। আর সেই টান আছে বলেই হয়তো রবিবার মানুষ ভিড় জমালেন রবীন্দ্র ওকাকুরা মঞ্চে, কারণ সেখানেই মঞ্চস্থ হলো ‘দ্য মাস্ক’ (THE MASK) নাটকটি। আদতে বিখ্যাত রুশ সাহিত্যিক আন্তন চেখভ- এর ছোট গল্প, যার আবেদন শাশ্বত। ১৯৩৮ সালে এই ছোট গল্পটি অবলম্বনে তৈরি হয়েছিল সিনেমাও। রবিবার স্পন্দন পিপলস থিয়েটার গ্রুপের পক্ষ থেকে মঞ্চস্থ হল ‘দ্য মাস্ক’। নির্দেশনায় ছিলেন সমুদ্র গুহ। আর এই নাটক দেখতে রবীন্দ্র ও কাকুরা প্রেক্ষাগৃহ ছিল পরিপূর্ণ।
এদিন অবশ্য এরই সঙ্গে অমিত পালের নির্দেশনায় পরিবেশিত হলো মূকাভিনয়। এছাড়াও স্বরচিত কবিতা পাঠ করে উপস্থিত দর্শক শ্রোতাদের আনন্দ দিলেন উদীয়মান প্রতিভাবান তরুণ কবি আলফাজ। (EVM News)