ইভিএম নিউজ ব্যুরো, ২৬ জুনঃ(Latest News) লক ডাউনের সময় দেহ ব্যবসায় নামতে রাজি না হওয়ায় স্ত্রীকে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছিলেন স্বামী। তিন বছরে খুনের কোন কিনারা করতে পারেনি সোনারপুর থানার পুলিশ। তদন্তভার সিআইডির হাতে যেতেই তিন দিনের মাথায় পুনের কিনারা করলেন তারা।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের মার্চ মাসে লকডাউন চলাকালীন নিখোঁজ হন টুম্পা মন্ডল নামে এক গৃহবধূ। চরম আর্থিক অনটনের কারণে স্ত্রীকে দেহ ব্যবসায় নামাতে চান স্বামী মঙ্গল মন্ডল। তার সেই প্রস্তাবে রাজি না হওয়াতেই খুন হতে হয় টুম্পাকে। জানা গিয়েছে, এই কাজের জন্য তিনজন ব্যক্তির কাছ থেকে অগ্রিম টাকাও নেয় ভোম্বল। স্ত্রী রাজি না হওয়ায় সেই টাকা ফেরত চায় ওই তিন ব্যক্তি। টাকা দিতে অপারক ভোম্বল। আর সেই আক্রশেই টুম্পাকে বালি চাপা দিয়ে খুন করে সেপটিক ট্যাংকে ফেলে দেন ভোম্বল।

লকডাউনের সময় মেয়ে টুম্পা নিখোঁজ হলে সোনারপুর থানায় তার বাবা নিখোঁজ ডাইরি করেন। সোনারপুর থানার পুলিশ তিন বছরে খুনের কোন কিনারা করতে না পারলে অবশেষে তিনি আদালতের দ্বারস্থ হন। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর