ব্যুরো নিউজ, ৭ সেপ্টেম্বর: দেশব্যাপী গর্ভপাতের অধিকার : মেক্সিকো সুপ্রিম কোর্ট। ‘গর্ভপাতের জন্য ফৌজদারি শাস্তি অসাংবিধানিক’ এমনটাই রায় মেক্সিকোর সুপ্রিম কোর্টের।

G-20 বৈঠক বসছে ভারত মন্ডপমে | কী রয়েছে এর অন্দরে?

গর্ভপাতকে অপরাধীকরণের একটি ফেডারেল আইন বাতিল করল মেক্সিকোর সুপ্রিম কোর্ট। গর্ভপাতের জন্য ফৌজদারি শাস্তি অসাংবিধানি, পাশাপাশি ফেডারেল স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে পরিষেবা প্রদানের অনুমতি দেয় মেক্সিকোর সুপ্রিম কোর্ট।
২০২১ সালে গর্ভপাতের জন্য ফৌজদারি দণ্ড অসাংবিধানিক থাকলেও এই রায়টি শুধুমাত্র মেক্সিকোর উত্তরের রাজ্য কোহুইলাতে প্রযোজ্য ছিল। এই রায়কে চ্যালেঞ্জে করে মেক্সিকোর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় জি আই আর ই নামক এক অ্যাডভোকেসি গ্রুপ।

ইন্ডিয়া এবার ভারত! আর কোন কোন দেশের নাম বদলেছে?

“দুই বছর আগে আমাদের দেশে কোহুইলা রাজ্য না থাকলে আমাদের এই রায় হত না,। তবে আমি বলব যে, গর্ভপাতের প্রসারের ক্ষেত্রে আজ আরও এক ধাপ এগিয়েছি,” এমনটাই জানান জিআইআরই-এর ডেপুটি ডিরেক্ট ইসাবেল ফুলদা।

বুধবার অর্থাৎ ৬ সেপ্টেম্বর মেক্সিকোর সুপ্রিম কোর্টের রায় আদালত ফেডারেল পেনাল কোডের প্রতি চ্যালেঞ্জ করা জিআইআরই-এর পক্ষেই ছিল। এদিন ঘোষণা করা হয়, ‘যে জাতীয় আইনের ধারা যা গর্ভপাতকে অপরাধী করে তা আর কার্যকর হতে পারে না’। তাই দেশব্যাপী গর্ভপাতের অধিকারকে সমর্থন করে মেক্সিকো সুপ্রিম কোর্ট। ইভিএম নিউজ

 

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর