ইভিএম নিউজ ব্যুরো, ১৬ জুলাইঃ (Latest News) শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে এবার কি তবে দেবাংশু ভট্টাচার্য, রাজীব বন্দ্যোপাধ্যায়দের ডাক পড়তে চলেছে ইডির সদর দফতরে? দুর্নীতি মামলায় ধৃত ঘোষকে জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে তৃণমূলের তরুণ-তুর্কিদের নাম।

ইডি গোয়েন্দাদের বিস্ফোরক দাবি, শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের বলাগড়ের যুব নেতা কুন্তল ঘোষ চাকরি দেওয়ার নাম করে বাজার থেকে যে ৩০ কোটি টাকা তুলেছে, তার মধ্যে ১০ কোটি টাকা ধাপে ধাপে তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দিয়েছে কুন্তল নিজে স্বীকার করেছে। প্রায় সাড়ে তিন কোটি টাকা কুন্তল এবং কুন্তল ঘনিষ্ঠ আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টে এবং তাদের নামে কেনা বেশ কিছু সম্পত্তির হদিশ পেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এবার ইডির আধিকারিকদের বিস্ফোরক দাবি, কুন্তল বাজার থেকে তোলা 30 কোটি টাকার মধ্যে সাড়ে ১৬ কোটি টাকা ২০২১ এ এরাজ্জে হওয়া বিধানসভা নির্বাচন এবং ২০২৩ এর ফেব্রুয়ারিতে হওয়া ত্রিপুরা বিধানসভা নির্বাচনে খরচ করবার জন্য তৃণমূল কংগ্রেস দলকে সরবরাহ করেছেন। এদিকে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রধান মুখ ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার ত্রিপুরা নির্বাচনের দায়িত্বে ছিল সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্যদের মতো যুব নেতারা। ইডি সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতির এই টাকা দেবাংশু সায়নী ঘোষদের মাধ্যমেই ত্রিপুরা নির্বাচনে খরচ করবার জন্য পাঠানো হয়েছিল। রাজনৈতিক মহলের তাই প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়য়ের কথাতেই কি কুন্তল এই নিয়োগ দুর্নীতির টাকা নির্বাচনগুলিতে খরচ করেছিল ? (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর