ইভিএম নিউজ ব্যুরো, ২৯ এপ্রিলঃ রাজ্যে দুর্নীতি নিয়ে নতুন করে কিছু বলার নেই। যাকে বলে দুর্নীতির অভিযোগের পাহাড়ে বিদ্ধ রাজ্য সরকার। নানা ক্ষেত্র থেকে উঠে এসেছে নানা অভিযোগ। রাজ্য সরকারের সমালোচনায় সরব বিরোধীরা। এবার ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে খাবারের বিল নিয়ে অভিযোগ তুললেন খোদ বর্ধমান জেলার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আরও  অদ্ভুত ব্যাপার তিনি তৃণমূলেরই।

কি তার অভিযোগ?

অভিযোগ এই যে, বর্ধমান-২ ব্লকের কুড়মুন গ্রাম পঞ্চায়েতে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে খাবার সরবরাহকারী সংস্থাকে বেআইনীভাবে অতিরিক্ত টাকা পাইয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে গ্রাম পঞ্চায়েত প্রধান তারা মল্লিকের অভিযোগ ওই পঞ্চায়েতের উপপ্রধান বাসুদেব দের বিরুদ্ধে। ঘটনা এতদূর গড়িয়েছে যে পদত্যাগ করেছেন ওই প্রধান।

ঐ পঞ্চায়েতে ষষ্ঠ দফার ‘দুয়ারে সরকার’ কর্মসূচীতে অংশ নেওয়া কর্মীদের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করেছিল কুড়মুনের গ্রাম পঞ্চায়েত। জানা গিয়েছে, মোট দু’শোজনকে দুপুরে ডিম-ভাত খাওয়ানোর কথা বলা হয়। এদিকে খাবার সরবরাহকারী সংস্থা মোট আড়াইশো জনের বিল জমা দেয়।পাশাপাশি প্রতি প্লেট ডিম-ভাতের জন্য ৬৫ টাকা বিল ধার্য করে ওই সংস্থা। ফলে শুরু হয় বচসা।পঞ্চায়েত প্রধান বিলে সই করতে অস্বীকার করলে প্রধানকে মারধর ও কুকথা বলার অভিযোগ উঠে উপপ্রধানের অনুরাগীদের বিরুদ্ধে। এরপরই অপমানিত ওই পঞ্চায়েত প্রধান তারা মল্লিক বিডিওর কাছে ইস্তফা দেন।

এই প্রসঙ্গে তিনি বলেন, এটা কিছু নতুন নয়। এর আগেও এই ধরনের প্রতিবাদে হেনস্থা হয়েছি।অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে উপপ্রধান বাসুদেব দে বলেন, যা ঘটনা ঘটেছে সবটাই পঞ্চায়েতের রেজোলিউশন মেনেই করা হয়েছে। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করা হচ্ছে। তিনি আরও বলেন, পঞ্চায়েত প্রধান পদত্যাগ করেছেন এরকম কোন খবর তার জানা নেই। (EVM News) হুগলী জেলা সফরে এসে তৃণমূলকে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর