ইভিএম নিউজ ব্যুরো, ২৪ মেঃ ইস্টবেঙ্গলের নতুন কোচ কার্লোস কুয়াদ্রাতের সহকারী হিসেবে আগেই ঘোষণা হয়েছিল বিনো জর্জের নাম। তিনি দেশীয় সহকারী। এবার লাল হলুদ ব্রিগেডের বিদেশী কোচের বিদেশি সহকারীর নাম ঠিক হয়ে গেল। দিমাস দেলগাদো।

ভারতে অবশ্য নতুন নন দেলগাদো। এরা আগেই কুয়াদ্রাতে  কোচিং-এ বেঙ্গালুরু দলে খেলতেন এই স্প্যানিশ ফুটবলার। সেই দেলগাদোই এবার কোয়ান্দ্রাতের সহকারী।

ফুটবলার হিসেবে দেলগাদো বেশ হাই প্রোফাইল। বার্সেলোনার রিসার্ভ টিমে খেলেছেন, লা লিগায় বিভিন্ন ডিভিশনে খেলেছেন একাধিক ক্লাবের হয়ে। স্পেন থেকে অস্ট্রেলিয়াতে গিয়ে ‘এ’ লিগে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স – এর হয়ে খেলেছেন। সিডনি সেবার ‘এ’ লিগে রানার্স হয়। ২০১৬-১৭ তে সিডনির অধিনায়কও হন তিনি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছেন সিডনির হয়েই। ২০১৭-১৮ তে বেঙ্গালুরুতে যোগ দেন। কোয়ান্দ্রাতের কোচিং-এই আইএসএল জিতেছিল বেঙ্গালুরু এবং সে দলে নিয়মিত খেলোয়াড় ছিলেন দিমাস দেলগাদো। এবার এই দুজনের রসায়ন ইস্টবেঙ্গলকে সাফল্য এনে দেবে এই আশায় বুক বাঁধছেন সমর্থকরা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর