ইভিএম নিউজ ব্যুরো: দিওয়ালিতে বড় ধামাকা দিতে চলেছে টাইগার সালমান খান।পাঠান ছবির ক্লাইম্যাক্সে সালমান- শাহরুখ জুটি দর্শক মনে জাগিয়ে তুলেছিল করণ অর্জুনের স্মৃতি। চটকদারি সংলাপে টাইগার সালমান বুঝিয়ে দিয়েছিলেন, পাঠান ছবিতে যেভাবে পাঠানকে বাঁচাতে টাইগার বেঁচে উঠেছিল, সেইরকম টাইগারের ঘাঁটিতে ও পা রাখতে হবে পাঠানকে। এবার জানা গেল মুক্তির দিন। এই দিওয়ালিতেই দর্শকদের সামনে হাজির হবে টাইগার পাঠান জুটি।
দীর্ঘ ছয়বছর পর একসঙ্গে দেখা যাবে জাসুস টাইগার সলমন খান ও এজেন্ট জোয়া ওরফে ক্যাটরিনা কাইফকে। এবার ছবির অন্যতম চমক হতে চলেছে ইমরান হাসমি। ছবির চিত্রনাট্যকার শ্রীধর রাঘবন জানালেন,গত দুটি ছবি এক থা টাইগার এবং টাইগার জিন্দা হ্যায়–এর থেকেও দুর্দান্ত হতে চলেছে টাইগার থ্রি।প্রথম দুটি ছবির গল্পের সঙ্গে রেশ বজায় রেখেই তৈরি হয়েছে টাইগার ফ্র্যাঞ্চাইজির নতুন ছবির গল্প। সেইমত রয়েছে চিত্রনাট্যে টানটান উত্তেজনা। নিঃসন্দেহে এই ছবিতে ক্যামিও রোলে জাসুস পাঠান শাহরুখ খানকে নিয়ে ইতিমধ্যেই দর্শক মহলে জল্পনা তুঙ্গে। ছবির ১০০ শতাংশ এন্টারটেইনমেন্ট সুনিশ্চিত করেছেন পরিচালক মণীশ শর্মা ও প্রযোজক আদিত্য চোপড়া নিজে। জানা যাচ্ছে, আগামী দিনে আরও জমকালো হতে চলেছে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স। অর্থাৎ প্রযোজনা সংস্থা যেসব স্পাই থ্রিলার ছবি তৈরি করবেন সেই ছবিগুলিতে হেভিওয়েট অভিনেতা যেমন থাকবে তেমনি থাকবে স্পেশাল অ্যাপিয়ারেন্সের চমক। ঠিক যেমন রোহিত শেট্টি কপ ইউনিভার্সে সিম্বা সূর্যবংশী আর সিংঘামকে এক ফ্রেমে দেখা গিয়েছিল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর