ইভিএম নিউজ ব্যুরো, ১ জুলাইঃ (Latest News) দার্জিলিংয়ের সুখিয়া থেকে মানেভঞ্জন যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে ওই রাস্তা মেরামত না হওয়ায়। ওই রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানালো হামরো পার্টি দল।

দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ সান্দাকফু, ফালুট যাওয়ার প্রধান রাস্তাই হল সুখিয়া থেকে মানেভঞ্জন যাওয়ার রাস্তা। তবে দীর্ঘ কয়েক বছর ধরে ওই রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় খানাখন্দে ভরে গিয়েছে। বারবার বিভিন্ন মহলে জানিয়েও রাস্তা মেরামত না হওয়ায় অবশেষে শুক্রবার দুপুরে ওই রাস্তার বিভিন্ন জায়গায় থাকা গর্তে ধানের চারা গাছ লাগিয়ে প্রতিবাদ জানালো হামরো পার্টি দল। এদিন হামরো পার্টি দলের সুখিয়া মানেভঞ্জন সমষ্টির সভাপতি দিপেন রাইয়ের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা রাস্তার বিভিন্ন জায়গায় ধানের চারা লাগিয়ে দেয়।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর