ইভিএম নিউজ ব্যুরো, ২ মেঃ মঙ্গলবার সকালে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নং ব্লকের বিস্তীর্ণ এলাকায় দাঁপিয়ে বেড়ালো ৪৫ টি দাঁতাল হাতি। খাবারের সন্ধানেই দাঁতালের দলটি জঙ্গল ছেড়ে লোকালয়ের বিস্তীর্ণ এলাকার চাষের জমিতে তান্ডব চালিয়ে নষ্ট করে দেয় প্রায় ৩ থেকে ৪ বিঘা চাষের জমি।
জানা গিয়েছে, গোপীবল্লভপুর ২ নং ব্লকের তপসিয়া কেন্দুয়ানা সহ একাধিক এলাকায় দাঁপিয়ে বেড়ায় দাঁতালের দলটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় হুলা পার্টির সদস্যরা( হাতি তাড়ানোর বিশেষজ্ঞ)। লোকালয়ে হাতি প্রবেশ করতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। পরে ঘটনাস্থলে আসেন বন দফতর আধিকারিকেরা।(EVM News)