রঘু ডাকাত’-এর প্রথম শুটিং পর্ব শেষ

ব্যুরো নিউজ,২৯ মার্চ : ‘রঘু ডাকাত’-এর প্রথম শুটিং পর্ব শেষ, দেবের নতুন রূপে উচ্ছ্বসিত দর্শক!টলিউড সুপারস্টার দেব আবারও ফিরছেন এক ঐতিহাসিক চরিত্রে! তাঁর আসন্ন ছবি ‘রঘু ডাকাত’ নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। এবার সেই উন্মাদনাকে আরও একধাপ বাড়িয়ে দিলেন দেব নিজেই। কারণ, সিনেমার প্রথম শুটিং পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে! এই খবর তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে।

IPL 2025 রাজস্থানের বিরুদ্ধে কলকাতার ম্যাচ, আবহাওয়া কেমন থাকবে কি বলছে বিশেষজ্ঞরা !

‘রঘু ডাকাত’ সিনেমার গল্প কী?

এই ছবির কেন্দ্রীয় চরিত্র রঘু ডাকাত— বাংলার ইতিহাসের এক রহস্যময় কিংবদন্তি ডাকাত। কিন্তু তিনি শুধুই ডাকাত ছিলেন না, বরং গরিব মানুষের রক্ষাকর্তা হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর জীবনের নানা দিক ও লড়াইয়ের কাহিনি এবার বড় পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। আর এই শক্তিশালী চরিত্রে দেব যে দুর্দান্ত পারফরম্যান্স দেবেন,তা নিয়ে তাঁর ভক্তরা নিশ্চিত!

চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনে জটিলতা: বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চলমান আইনি লড়াই

দেব কী বললেন?

দেব তাঁর পোস্টে লিখেছেন, “রঘু ডাকাত-এর প্রথম শুটিং পর্ব শেষ! অসাধারণ অভিজ্ঞতা হলো। দর্শকদের জন্য বড় কিছু আসছে, সবাই তৈরি থাকুন!”তাঁর এই পোস্টের পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে জল্পনা আরও বেড়ে গেছে। অনুরাগীরা মনে করছেন, এটি হতে চলেছে দেবের কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স!ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ঐতিহাসিক চরিত্রে দেবএর আগে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘গোলন্দাজ’ এবং ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ সুপারহিট হয়েছিল। এবার তিনি আবারও বাংলার ইতিহাসের এক বীর চরিত্রকে পর্দায় আনতে চলেছেন। তাঁর সঙ্গে দেবের এই তৃতীয় কাজ, যা নিয়ে প্রত্যাশা তুঙ্গে!

লন্ডনে বঙ্গশিল্প সম্মেলনে ব্রিটিশ বণিকদের বাংলায় বিনিয়োগের আহ্বান

কবে মুক্তি পাবে ‘রঘু ডাকাত’?

সিনেমার শুটিং এখনো শেষ হয়নি, তবে সম্ভাবনা রয়েছে ২০২৫ সালে পূজোটে  মুক্তি পাবে । ইতিমধ্যেই সিনেমাটি ঘিরে টলিউড মহলে তুমুল আলোচনার ঝড় উঠেছে।দেবের এই ঐতিহাসিক চরিত্র, তার দুর্দান্ত অভিনয় ও দারুণ পরিচালনার সংমিশ্রণে ‘রঘু ডাকাত’ যে বড় পর্দায় এক নতুন অধ্যায় সৃষ্টি করবে, তা বলাই বাহুল্য। এখন শুধু অপেক্ষা সিনেমার মুক্তির!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর