ইভিএম নিউজ ব্যুরো, ১ অগাস্টঃ  জুন-জুলাই কেটে গেলেও এখনও ভরা বর্ষার বৃষ্টি দেখা মেলেনি দক্ষিণে। বরং ক্রমশই বাড়ছে বৃষ্টির ঘাটতি। অগাস্ট মাসের শুরুতেই নিম্নচাপের পূর্বাভাস।

উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। যা ক্রমশই শক্তি বাড়িয়ে পরিণত হচ্ছে গভীর নিম্নচাপে। এর জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলবে বৃষ্টিপাত। কোনও জায়গায় ভারী বৃষ্টি, কোনও কোনও জেলায় চলবে অতিভারী বৃ্ষ্টি।আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর বঙ্গোপসাগর এলাকায় সমুদ্র উপকূলে ৪৫ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতে। আপাতত দু -দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কোন জেলাতে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর