ইভিএম নিউজ ব্যুরো, ১১ অগাস্টঃ (Latest News) আজ এবং আগামিকাল রাজ্যের একাধিক জেলায় অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবানার কথা জানাল আবহাওয়া দফতর। এই আবহে এই দু’দিন রাজ্যের সব জেলাতেই সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি বেশি হওয়ার কথা। মৌসুমী অক্ষরেখার প্রভাবেই রাজ্যে বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির পরিমাণ গতকালকের তুলনায় বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় মাঝারি বৃষ্টি হত পারে আজ। এই আবহেই আজ সবকটি জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা।
আগামিকালও উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি জারি থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহরে অতিভারী বৃষ্টি হবে আগামিকাল। এর জেরে এই পাঁচ জেলায় জারি হবে কমলা সতর্কতা। এছাড়া আগামিকাল উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই তিন জেলায় জারি হলুদ সতর্কতা। (EVM News)