ইভিএম নিউজ ব্যুরো, ৭ জুলাইঃ (Latest News) বাজেট অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত ত্রিপুরা বিধানসভা। সাসপেন্ড করা হল পাঁচজন বিধায়ককে। সাসপেন্ড হওয়া বিধায়কেরা সকলেই বিরোধী দলের বলে জানা গিয়েছে।
এই প্রসঙ্গে, ত্রিপুরা বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন বলেন, বিধানসভার কাজে বাধা দেওয়া এবং অসংসদীয় কাজের জন্যই ওই পাঁচ বিধায়কের বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্পিকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। সাসপেন্ড করা হয়েছে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে। তার সঙ্গে সাসপেন্ড হয়েছেন সিপিএম বিধায়ক নয়ন সরকার। চলতি বাজেট অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে টিপরা মোথার বৃষকেতু দেববর্মা, রঞ্জিত দেববর্মা এবং নন্দিতা রেয়াংকে।
এই পাঁচ বিধায়ককে সাসপেন্ড করার প্রতিবাদে বিরোধী বিধায়করা বিধানসভা থেকে ওয়াক আউট করেন। (EVM News)