রত্না দাস, ২৭ এপ্রিলঃ (Latest News) বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের গঠনের যেমন পরিবর্তন হয় তেমনি স্কিনে আসে কোঁকড়ানো ভাব, কারণ নতুন কোষ বৃদ্ধি আস্তে আস্তে কমে যায় বলে চামড়া কুঁকড়ে যায়। আগে থেকে কিছু সতর্কতা অবলম্বন করলে এই বার্ধক্য জনিত চামড়ার কোঁকড়ানো ভাব অনেকটাই কম করা যায়।চুল গজাবে “জটামানসি”, ১০০ % গ্যারান্টি

১০০ গ্রাম ভার্জিন অয়েলে (যা আপনি মেডিসিনের দোকানে পাবেন)  চারটি ভিটামিন-ই ক্যাপসুল এবং এক চামচ গ্লিসারিন মিশিয়ে একটি কাঁচের শিশিতে রেখে দিন। প্রতিদিন রাত্রে শোবার আগে মুখে, গায়ে, হাত, পায়ে তেলটি মাখুন। অতিরিক্ত পরিমাণে লাগাবেন না, ময়শ্চারাইজার যেমন করে লাগানো হয় ঠিক সেই পরিমাণ নিয়ে লাগান। মুখে যাদের ব্রনো ওঠার সমস্যা আছে তারা মুখে লাগাবেন না। এভাবে প্রতিদিন এই তেলটি ব্যাবহার করলে ত্বকের শুষ্ক ভাব দূর হবে ,ত্বক উজ্জ্বল হবে তার সঙ্গে বলিরেখাও দূর হবে।পাকা পেঁপে, সাদা সরষে ও টক দই দিয়ে দূর করুন রোদে পুড়ে যাওয়া ট্যান

এসব ব্যবহারের পাশাপাশি আপনাকে  খাবারের দিকেও নজর দিতে হবে প্রতিদিনের খাবারে ফল, সবুজ সবজি, ভিটামিন সি যুক্ত খাবার রাখতে হবেএবং পরিমাণ মতো জল খেতে হবে। তার সঙ্গে একটু যোগাসন ও প্রাণায়াম আপনাকে বার্ধক্য জনিত ত্বকের সমস্যা রোধ করতে সাহায্য করবে। (EVM News)চন্দন,দুধ এবং মধু দিয়ে ত্বকের বলিরেখা দূর করুন

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর