ইভিএম নিউজ ব্যুরো, ১৬ ফ্রেব্রুয়ারিঃ সরকারি দফতর, সড়কপথের বিভাজক, ত্রিফলা বাতি স্তম্ভ এমনকি উড়ালপুল, ক্ষমতায় আসার পর সৌন্দর্যায়নের নামে এমনই রঙ লীলা চালিয়েছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। এমনকি নিজের ঘরবাড়ি নীল-সাদা রঙ করলে কর ছাড়ের প্রলোভন পর্যন্ত দেখানো হয়েছিল রাজ্যবাসী্কে। এবার সেই আঁচ এসে পড়ল মেট্রো রেলের পিলারেও।

মেট্রো রেলের পিলারের রঙ নীল- সাদা করতে ইচ্ছুক কলকাতা পৌরসভা। এই মর্মে চিঠি লিখে রেল বিকাশ নিগমকে আবেদন জানান কলকাতা পুরসভার মেয়র ববি হাকিম। চিঠিতে লেখা রয়েছে, ‘ মেট্রোর পিলারের রঙ রাজ্যের থিম কালারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’ তাই রাজ্যের সৌন্দর্যায়ন প্রক্রিয়ায় সামিল হওয়ার আবেদন জানানো হয় রেল বিকাশ নিগমকে যদিও তাঁদের তরফ থেকে এখনো কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর