ইভিএম নিউজ ব্যুরো, ১২ ফ্রেব্রুয়ারিঃ গত শনিবার ৩৫ বছর বয়সী একমাত্র ভারতীয় বিজয় কুমারের দেহ মিলল তুরস্কের মালদিয়া সিটিতে ভূমিকম্পে ভেঙে পড়া ২৪ তলা একটি হোটেলের মধ্যে। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে দেহটিকে শনাক্ত করা হয়েছে বাম হাতের উপর ট্যাটু দেখে । উত্তরাখণ্ডের এই বাসিন্দা গ্যাস পাইপ লাইনের ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি সূত্রে তুরস্কে থাকতেন । সোমবার তুরস্কের ভয়ংকর ভূমিকম্পের পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না । তারপর শনিবার এই দেহ মেলার পর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।প্রসঙ্গত তুরস্ক এবং সিরিয়াতে ভয়ংকর ভূমিকম্পের কারণে এখনো পর্যন্ত প্রায় ২৫ হাজার মানুষ পার হারিয়েছেন ।