আইডিবিআই ব্যাংকে কর্মরত সিকিউরিটি গার্ডদের
তিন মাস যাবত বেতন দেওয়া হয়নি । আর সেই জন্যই আইডিবিআই ব্যাংকের জোনাল অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে এআইইউটিইউসি ।
সিকিউরিটি গার্ডদের মাইনে অত্যন্ত কম হয় । তার উপর তারা বেতন না পাওয়ায় তাদের জীবনযাপন করতে অত্যন্ত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। কারণ প্রত্যেকেরই পরিবার রয়েছে, তাদের পরিবার টানতে গিয়েও তারা হিমশিম খাচ্ছে । এমনকি কারোর বাবা তো কারোর মা অসুস্থ , তাদের চিকিৎসার জন্য যে টাকার প্রয়োজন সেটাও তারা বেতনের থেকেই মেটাবে।কিন্তু বেতন হাতে না পাওয়ায় কোনো কিছুই সম্ভব হয়ে উঠছে না। সন্তানদের স্কুলের বেতন দিতে পারছে না । তার ওপর সামনেই পুজো আর একমাসও বাকি নেই এই সময় সিকিউরিটি গার্ডরা এই চরম দুর্ভোগে থাকায় তারা অত্যন্ত চিন্তিত ।
কর্মচারীদের বক্তব্য , ‘ তিন মাসের বেতনের পাশাপাশি পিএফ ও ইএসআই – ও জমা দেওয়া হয়নি । ম্যানেজমেন্টকে জানানো হয়েছে যে ভেন্ডর বেতন দিচ্ছে না । এমনকি ম্যানেজমেন্ট ৪৫ দিনের সময় নিলেও তারা তাদের প্রতিশ্রুতি রাখেনি। আইন অনুযায়ী প্রিন্সিপাল কর্মচারী বেতন দিতে পারে এবং সেই বেতনের টাকাটা ভেন্ডরের বিল থেকে কেটে নেওয়া যায় । তবে আমাদের কথা ম্যানেজমেন্ট অস্বীকার করছে । উপরন্তু ম্যানেজমেন্ট বলছে যে কোনো পদক্ষেপ নিতে গেলে হাইকোর্টের অর্ডার চাই । কিন্তু সিকিউরিটি গার্ডরা দিন আনা দিন খাওয়া মানুষ তাদের পক্ষে হাইকোর্ট যাওয়া অসম্ভব । তবে যতদিন না পর্যন্ত এই বেতন দেওয়া হবে ততদিন আমরা আমাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাব ।