ইভিএম নিউজ ব্যুরো, ২৪ জুনঃ (Latest News) তিন বিঘা আন্দোলনের শহীদ বেদীতে রাজনৈতিক নেতাদের মাল্যদান নিয়ে পোস্টার দিয়ে প্রতিবাদ জানান পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, প্রতিবছরই ২৬ শে জুনের দিন শহীদের শ্রদ্ধা জানাতে আসে না রাজনৈতিক নেতারা। ঢালাও প্রতিশ্রুতি দেন, আশ্বাস দেন। কিন্তু কথা রাখেন না কেউই।

১৯৯২ সালের ২৬ শে জুন তিন বিঘা চুক্তি কার্যকরের দিন নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারাতে হয় ক্ষিতেন অধিকারী ও জিতেন রায়ের। তারপর থেকেই এই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়।

ক্ষিতেনের  ছেলে পুলক বলেন, গত বছর তৃণমূল নেতাদের আশ্বাসে শহীদ দিবস পালনের অনুমতি দিই। কিন্তু কেউ কথা রাখেননি। শহীদ বেদীরও সংস্কার হয়নি। তাই এবার কাউকে অনুমতি দেব না।

১৯৮১ সালের ৬ জুলাই তিন বিঘা আন্দোলনে গুলিতে মৃত্যু হয় সুধীর রায়ের। তার স্মৃতিতেও বিধি রয়েছে তিন বিঘায়। তার ছেলে ভূপেন বলেন, বাবা সহ তিনজনগুলিতে মারা যান। বেশ কয়েকজন আহতও হন। কিন্তু আহত কিংবা নিহতদের পরিবারের কাউকেই আজ পর্যন্ত কোন কর্মসংস্থান বা কোন আর্থিক সাহায্য দেওয়া হয়নি। তাই আমরা অনির্দিষ্টকালের জন্য রাজনৈতিক নেতাদের শহীদ দিবস পালন করতে নিষেধ করেছি। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর