ইভিএম নিউজ ব্যুরো, ১৫ ফ্রেব্রুয়ারিঃ তবে কি তামাল সেবনই কাল হয়ে দাঁড়াচ্ছে বঙ্গের বর্তমান প্রজন্মের কাছে? জাতীয় ক্যানসার গবেষণা ইন্সটিটিউটতো তাই ইঙ্গিত করছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে সমসাময়িকতার সঙ্গে পাল্লা দিতে গিয়ে ধূমপান যেন একটা ট্রেন্ডিং হয়ে গিয়েছে নারী- পুরুষের কাছে। যার ফলে পুরুষের ফুসফুস ও নারীদের ক্যান্সারের দাপট সবচেয়ে বেশি বাংলাতেই। আর তারই চাঞ্চল্যকর তথ্য উঠে এল ন্যাশানাল ক্যান্সার রেজিস্ট্রি প্রগ্রামের রিপোর্টে।
সম্প্রতি প্রাকাশিত ন্যাশানাল ক্যানসার রেজিস্ট্রি প্রগ্রামের রিপোর্ট অনুযায়ী, শতকরা ২৭ শতাংশ স্ত্রী পুরুষ নির্বিশেষে তামাক সম্পর্কিত নানা ধরনের ক্যানসারে মানুষ আক্রান্ত। যেটি বুধবার সকালে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অডিটোরিয়াম ভবনে সপ্তম ক্যানসার রেজিস্ট্রি রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরা হয়। জাতীয় ক্যানসার গবেষণা । বার্ষিক মোট ক্যান্সার আক্রান্তের সংখ্যা ১৩.৯২ লক্ষ থেকে বেড়ে হবে ১৫.৭০ লক্ষ বলে জানা যাচ্ছে। ক্যান্সার রেজিস্ট্রি প্রোগ্রামে শহর হিসেবে কলকাতা ও গ্রাম হিসেবে পশ্চিম মেদিনীপুরের দাসপুরকে বেছে নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত জাতীয় ক্যানসার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে ক্যানসার শনাক্ত হয়েছে এমন রোগীদের মধ্যে পুরুষদের ফুসফুস এবং নারীদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি ছিল। এই প্রসঙ্গে ক্যান্সার শল্য-চিকিৎসক গৌতম মুখোপাধ্যায় বলেন, জরদা, গুড়াখু ও গুটখার মতো চিবোনোর উপযোগী তামাকের ব্যবহার শহরের চেয়ে গ্রামের পুরুষদের মধ্যে বেশি বলেই গ্রামে ক্যান্সারের সম্ভাবনা এত পরিমাণ বেশি।