ইভিএম নিউজ ব্যুরো, ১৫ জুলাইঃ(Latest News) পঞ্চায়েত ভোট ঘোষণার দিন থেকে শুরু করে মনোনয়ন পত্র জমা, পোলিং ডে এমনকি গণনা শেষে হিংসা অব্যাহত। বিরোধী দুরস্ত শাসক তৃণমূলের কর্মীদের মৃত্যু ঠেকাতেও সম্পূর্ণ ব্যর্থ প্রশাসন। এবার সেই আক্ষেপের সুর শোনা গেল তৃণমূল বিধায়ক তাপস রায়ের গলায়। পুলিশকে কাঠগড়ায় তুলে বরানগরের তৃণমূল বিধায়কের বক্তব্য, “অযোগ্য পুলিশ আর মজা দেখা পুলিশের জন্যই এই ঘটনাগুলি ঘটেছে”।

তাপসের আরো বক্তব্য, পুলিশের একটা বড় অংশ অযোগ্য, আর কিছু পুলিশ মজা দেখে। যারা মজা দেখছে, তারা সরকারকে হেয় করতে চায়। প্রকৃত অর্থে তারা আমাদের সরকারের বিরোধী।

তাপসের আরও সংযোজন, ” এই যে ঘটনাগুলো ঘটলো, আমি শাসকদলের প্রতিনিধি হিসেবে বলব, না ঘটলেই ভালো হতো। দায়টা আমাদেরই সবচেয়ে বেশি। এই যে আমরা আমাদের কর্মীদের, ভাইদের, সহকর্মীদের রক্ষা করতে পারলাম না, এটা কি যন্ত্রণা নয়? এটা কি দুঃখের নয়? এর দায় তো আমাদেরই নিতে হবে”! (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর