ইভিএম নিউজ ব্যুরো, ২৬ জুলাইঃ (Latest News) আবারও কলকাতায় ডেঙ্গি আতঙ্ক। মশাবাহিত এই রোগের শিকার তিন জন। বাঙুরের বাসিন্দা বছর ৩০-এর এক মহিলা, নদিয়ার বাসিন্দা বছর ৬৬ এক বৃদ্ধ এবং নদীয়ারই রানাঘাটের বছর ৪৫ এর মহিলা। প্রত্যেকেরই উপসর্গ ছিল জ্বর।
প্রতিবছরই বর্ষার মৌসুমে কলকাতায় ডেঙ্গি নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়। মৃত্যুর সংখ্যাও নেহাত কম ঘটে না। প্লেটলেটের অভাব থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় পড়তে হয় রোগীদের। তাও প্রতিবছরই একই চিত্র দেখা যায় এই ডেঙ্গুকে ঘিরে।
বিশেষজ্ঞদের মতে, পৌরসভাগুলি অগ্রিম সতর্কতা না গ্রহণ করার ফলেই প্রতিবছর এই রোগের বাড়বাড়ন্ত দেখা যায়।
এদিকে স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, রোগীর প্লেটলেট ১০ হাজারের নিচে নামলে তবেই প্লেটলেট দেওয়া হবে। তবে বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট চিকিৎসকের সিদ্ধান্তের ওপর প্লেটলেট দেওয়া যেতে পারে।
সব মিলে তিন জনের মৃত্যু এই মরশুমেও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কলকাতাবাসীর উদ্বেগ বাড়িয়েই রাখল। (EVM News)