ইভিএম নিউজ ব্যুরো, ৮ অগাস্টঃ (Latest News) কয়েকদিন পরই নতুন অতিথির আগমন ঘটতে চলেছে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর পরিবারে। তার আগে হঠাৎই উদ্বেগ বাড়ল সুনীলের সংসারে। পূর্ণ গর্ভবতী অবস্থায় ডেঙ্গি আক্রান্ত হলেন সুনীল ছেত্রীর স্ত্রী সোনম ভট্টাচার্য। বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
সোমবার সোনমের অক্সিজেন স্যাচুরেশন লেভেল অনেকটাই নেমে গিয়েছিল বলে জানা গিয়েছে। স্ত্রীর অসুস্থতার কারণে জাতীয় কোচ ইগর স্টিমাচের (Igor Stimach) কাছ থেকে ছুটি নিয়েছেন সুনীল। তবে এখন ভাল আছেন সুনীল ছেত্রীর স্ত্রী। মেয়ে ডেঙ্গি আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় বাবা সুব্রত ভট্টাচার্য ।
গত কয়েক মাস ধরেই আলোচনায় রয়েছেন সোনম। তিনি অন্তঃসত্ত্বা অবস্থাতেই ভারতের ম্যাচ দেখতে মাঠে যেতেন। ইন্টারকন্টিনেন্টাল কাপে গোল করে স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান সুনীল। জার্সির ভিতরে পেটের কাছে বল রেখে তিনি সেলিব্রেট করেন এবং অভিনব কায়দায় এই কথা জানান। এর পর থেকেই সুনীল এবং সোনম আলোচনায় থেকেছেন। তারই মধ্যে ডেঙ্গি সংক্রমণের খবর একটু হলেও দুশ্চিন্তায় রেখেছে তাঁদের অনুরাগীদের।
উল্লেখ্য, কিছুদিন আগে বাড়িতে পুজোও করেন সুনীল-সোনম। নতুন অতিথির আগমনের কারণেই বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছিল। সমাজমাধ্যমে তার ছবি দিয়েছিলেন ভারত অধিনায়ক।সেখানে দেখা গিয়েছিল, গোলাপি পাঞ্জাবি ও সাদা পাজামা পরে বসে সুনীল। তাঁর সামনে যজ্ঞ হচ্ছে। এক মনে সে দিকে তাকিয়ে রয়েছেন তিনি। কিছুটা দূরে একটি চেয়ারে বসে গর্ভবতী সোনম। কিন্তু পূর্ণ গর্ভবতী অবস্থায় সোনমের ডেঙ্গি ধরা পড়ায় কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যেই সাংসারিক দায়িত্ব পালনের জন্য পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। পাশাপাশি আগামী কিংস কাপে খেলবেন না সুনীল। কারণ সেই সময়েই তাঁর সন্তানের জন্মানোর কথা। তার পরে রয়েছে এশিয়ান গেমস, সেখানে আবার সুনীল ছেত্রীর নেতৃত্বেই খেলার কথা ভারতীয় দলের।
এছাড়াও জাতীয় দলের হয়ে অনেকগুলি টুর্নামেন্ট রয়েছে আগামী দিনে। তার বেশির ভাগেই বড় দায়িত্ব খাতবে জাতীয় দলের অধিনায়কের কাঁধে। পরিস্থিতিও তাঁর অনুকূলেই। শুধু আপাতত সোনমের ডেঙ্গি সংক্রমণটিই একটু দুশ্চিন্তার মধ্যে রাখল সবাইকে। (EVM News)