জাহাঙ্গীর বাদশা, ২৩ ফেব্রুয়ারিঃ দীর্ঘ তিনবছরের প্রেম। দুই পরিবারই বিয়ের ব্যাপারে নিশ্চিত ছিল। কিন্তু বলা নেই কওয়া হঠাৎই বিপত্তি। লেখাপড়া করতে পুনেতে যাওয়া প্রেমিককে মাসতিনেক আগে প্রেমিকা জানাল, গ্রামেরই অন্য একটি ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। অতএব তাঁর সঙ্গে যেন এতদিনের সেই প্রেমিক আর কোনওভাবে যোগাযোগ রাখার চেষ্টা না করে। এরপর গত ২০ তারিখ পুনে থেকে বাড়ি ফিরে, ২১ তারিখ দিদির বাড়িতে যাওয়ার নাম করে সাইকেল নিয়ে বেরোয় সেই প্রেমিক।
পরিবারের দাবি এরপর সন্ধেবেলা এক বন্ধু এসে জানায়, ওই যুবককে কোনও এক মহিলা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে। কিন্তু পরিবারের লোকজন হাসপাতালে ছুটে গিয়ে জানতে পারে, তাঁদের ছেলে মারা গিয়েছে। এরপরেই মৃত প্রেমিকের বাবা দাবি করেন, পরিকল্পনামাফিক তাঁর ছেলেকে ডেকে নিয়ে গিয়ে, ওই প্রেমিকা ও তার সঙ্গীরা মারধর করে খুন করেছে। ঘটনায় একই সঙ্গে চাঞ্চল্য আর উত্তেজনা ছড়িয়েছে, পূর্ব মেদিনীপুরের ময়না থানার বাকচা গ্রামপঞ্চায়েতের গরামহাল গ্রামে। মৃত প্রেমিকের নাম গোপাল মন্ডল। তৃষা বিজলি নামে অভিযুক্ত ওই প্রেমিকা, ময়না থানার ষই নোনাকুড়ি গ্রামের বাসিন্দা।
ঘটনার তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ। সকলের প্রিয় গোপালের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে, গরামহাল গ্রামে।