ইভিএম নিউজ ব্যুরো, ২০ জুনঃ(Latest News) ভুটান পাহাড় ও ডুয়ার্সে অতি ভারী বৃষ্টির জেরে জলস্ফীতি ডুয়ার্সের বিভিন্ন নদীতে। বিশেষ করে ডুয়ার্সের ধুপগুড়ি ব্লকের ডুডুয়া নদীতে প্রত্যেক বছরই বর্ষার প্রাক মুহূর্তেই জন যন্ত্রণায় দুই জেলার বাসিন্দারা। নদীর উপরে থাকা তিনটি সাঁকো জলের তোড়ে ভেসে গেছে। একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার দুই বাসিন্দাদের।যাতায়াত সমস্যায় প্রায় দুই জেলার তিন ব্লকের প্রায় লক্ষাধিক মানুষ। বর্ষায় শুরুতেই এমন ঘটনায় আতঙ্ক তৈরী হয়েছে সাধরণ মানুষের মধ্যে। রীতিমতো নদীর জল মানুষের বাড়িতে ঢুকে গিয়েছে। প্রত্যেক বছর ভোটের আগের ফলাও করে প্রতিশ্রুতি মেলে কিন্তু বাস্তবে পায়নি স্থায়ী ব্রীজ আজও। এর আগেও বহুবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি দুই জেলার ভিন্ন ভিন্ন সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী স্বয়ং আশ্বাস দিয়েও আজও জল যন্ত্রণায় দুই জেলার বাসিন্দারা।(EVM News)
