নিউজ ইভিএম ব্যুরো, ২৩ ফেব্রুয়ারিঃ আগামী ২৫ শে ফেব্রুয়ারি শনিবার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের ফিরতি লিগে ফের একবার মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ও এটিকে-মোহনবাগান। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতে ইতিমধ্যেই প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে সবুজ-মেরুন ব্রিগেড।

অপরদিকে লিগ টেবিলে শীর্ষে থাকা মুম্বই সিটি এফসিকে শেষ ম্যাচে হারিয়ে বড় ম্যাচের আগে আত্মবিশ্বাসী ইমামি ইস্টবেঙ্গলও।
কার্ড সমস্যার জেরে ২৫ শে ফুব্রুয়ারির ডার্বিতে মাঠে নামতে পারবেন না মোহনবাগানের নির্ভরযোগ্য ডিফেন্ডার ব্রেন্ডন হামিল।পূর্বে চেন্নাইয়েন এফসির হয়ে খেলা স্লাভকো ডামজানোভিচ এখন মোহনবাগানে। ডার্বি ম্যাচে তাই বাগান কোচ জুয়ান ফেরান্দো হামিলের জায়গায় খেলাতে পারেন ডামজানোভিচকে। চোট পাওয়া হুগো বুমোস শনিবারের ম্যাচের আগে ফিট হয়ে মাঠে নামতে পারবেন কিনা সে বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ডার্বি ম্যাচের গুরুত্ব বুঝে তাই মাঝমাঠে খেলা তৈরি করতে পারা গায়েগোওকে মানসিক ভাবে প্রস্তুত থাকতে বলেছেন কোচ জুয়ান। শেষ ডার্বিতে মোহনবাগানের হয়ে গোল করা মনবীর সিংও ধীরে ধীরে ছন্দে ফিরেছেন। শনিবারের ম্যাচে গোল করে তিনি সমর্থকদের নয়নের মণি হতে পারেন কিনা নজর থাকবে সেই দিকেও।

অন্যদিকে টানা ছয়টি ডার্বি ম্যাচে পরাজিত লিগ টেবিলের দশ নম্বরে থাকা ইস্টবেঙ্গলের কাছে শনিবারের ম্যাচের লড়াইটা আত্মমর্যাদার। শেষ ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে জয় পাওয়ায় দলকে অপরিবর্তিত রাখতে চান কোচ স্টিফেন কনস্ট্যানটাইন।বিগত কয়েক বছর যাবত লগ্নিকারী সংস্থাগুলো যেভাবে দল গঠন করছে তাতে মোটেই সন্তুষ্ট হতে পারছেন না লাল-হলুদ সমর্থকরা।

অন্যদিকে আজ বৃহস্পতিবার সকাল থকে লাল-হলুদ ক্লাব তাঁবু থেকে টিকিট বিক্রি শুরু হবার কথা থাকেও লগ্নিকারী সংস্থার সঙ্গে বিবাদের জেরে তা ভেস্তে গিয়েছে।

তবে এতো সমস্যার মধ্যেও ডার্বির উত্তাপে কোন ভাঁটা পড়েনি।জানা গিয়েছে যুব ভারতীর আসনসংখ্যার থেকেও টিকিটের চাহিদা অনেক বেশী।এখন ডার্বি হারের খরা কাটিয়ে ইস্টবেঙ্গল জয়ের সরণিতে আদতে ফিরতে পারে কিনা নাকি জয়ের ধারা অব্যাহত রাখতে সমর্থ হবে এটিকে-মোহনবাগান, ফুটবল প্রেমীদের নজর সেই দিকেই।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর