ইভিএম নিউজ ব্যুর,১০ ফ্রেব্রুয়ারিঃ অনেক জল্পনার পর অবশেষে প্রকাশিত হল ২০২২ সালের টেট পরীক্ষার ফলাফল। শুক্রবার দুপুর একটায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।
পরীক্ষার ৬০ দিনের মাথায় প্রকাশিত হল টেট পরীক্ষার ফলাফল। প্রথম দশে আছেন মোট ১৭৭ জন। প্রথম স্থান অধিকার করেছেন পূর্ব বর্ধমানের ইনা সিং । তার প্রাপ্ত নম্বর ১৩৩। চারজন করে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রাথমিক টেট হয়েছিল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ৬.২ লাখ।
২০১৬ সালে ইংরেজিতে স্নাতক পড়াশোনা শেষ করেন ইনা সিং। ২০২২ রাজ্য টেটে প্রথম স্থান অধিকার করে অত্যন্ত খুশি। তিনি বলেন , ‘২০২১ সালে যখন কেন্দ্রীয় টেট দিয়েছিলাম, তখন নম্বর ছিল ১৩১। তবে এভাবে প্রথম যে হব, সেটা ভাবতেও পারিনি নিজে ।‘জানা যায়,বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। আগামী দিনে শিক্ষকতা ছাড়াও ডাব্লুবিএস পরীক্ষার জন্যেও প্রস্তুতি নেবেন টেটের কৃতি ইনা সিং।
প্রথম ছাড়াও টেটের দ্বিতীয় স্থানেও রয়েছে চারজন মেয়ে। ১৩২ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন হুগলির মৌনিশা কুণ্ডু সহ পশ্চিম মেদিনীপুরের মেঘনা চক্রবর্তী এবং দীপিকা রায় এবং পূর্ব বর্ধমানের অদিতি মজুমদার। অন্যদিকে, তৃতীয় স্থানে রয়েছেন উত্তর ২৪ পরগণার মেহদি হাসান, পূর্ব মেদিনীপুরের বিকাশ ভক্ত, পশ্চিম মেদিনীপুরের মনামি অধিকারী এবং বাঁকুড়ার প্রহ্লাদ মণ্ডল। যাদের প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ১৩১।