টস জিতে কী করবেন, ব্যাটিং না বোলিং? ভুলে গিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা! সামনে দাঁড়িয়ে তখন রবি শাস্ত্রী, ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ ও কিউই অধিনায়ক টম ল্যাথাম। বেশ কয়েক সেকেন্ড কেটে যাওয়ার পর রোহিত প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তের কথা জানান। তবে এমন বিপত্তির পর রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে দ্বিতীয় একদিনের ম্যাচে আট উইকেটে হারানোর ক্ষেত্রে অধিনায়ক সফল ভূমিকা নিলেন হাফ সেঞ্চুরি করার মাধ্যমে। ভারতের বোলিং-এর শাসনে কিউয়িরা 108 রানে গুটিয়ে যায়। জবাবে 2 উইকেট খুইয়ে টিম ইন্ডিয়া জয়ের রসদ তুলে নেয়। এইসঙ্গে তিন ম্যাচের এই সিরিজে ভারত দু’টি ম্যাচ জয়ের ফলে সিরিজ পকেটে পুরে ফেললো।
ভারতের এটি দেশের মাটিতে টানা সাতটি একদিনের সিরিজ জয়। 2019 সালে অজিদের বিরুদ্ধে ভারত শেষবার দেশের মাটিতে সিরিজ হেরেছিল। ভারতকে 2-0 ম্যাচে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে বল হাতে 6 ওভারে মাত্র 18 রান দিয়ে 3টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মহম্মদ সামি। এছাড়া ওয়াশিংটন সুন্দর 7রানে 2টি ও হার্দিক পান্ডিয়া 16 রানে 2টি উইকেট তুলে নেন। নিউজিল্যান্ডের পক্ষে গ্লেন ফিলিপস 36, মিচেল স্যান্টনার 27 ও মাইকেল ব্রেসওয়েল 22 রান করে দলকে 3 অঙ্কের রানে পৌঁছে দেন। রোহিত সর্বাধিক 51 রান করেন 50 বলে। প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরিকারী শুভমান গিল 40 রানে অপরাজিত থেকে যান।