ইভিএম নিউজ ব্যুরো, ২৮ মেঃ (Latest News) নবজোয়ার কর্মসূচীর ৩০ তম দিনে ঝাড়গ্রাম জেলায় এসে পৌঁছালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এদিন অভিষেককে দেখার জন্য ও অভিষেকের সঙ্গে কথা বলার জন্য রোদ বৃষ্টি উপেক্ষা করে ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ নং ব্লকের বেলপাহাড়ির ইন্দিরা চকে উপস্থিত হন কয়েক হাজার মানুষ । সেখানে তাকে স্বাগত জানান ঝাড়গ্রামের বিধায়ক তথা বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা, বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা নয়াগ্রামের বিধায়ক তথা জেলা সভাপতি দুলাল মুর্মু সহ অন্যান্য নেতৃত্ব। সেখান থেকে তিনি জামবনি ব্লকের পড়িহাটিতে রোড শো করেন। সেখান থেকে বিনপুর ১ দহিজুড়ির শিরশিতে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন। পরে পাঁচমাথা মোড়ে রোড শো করেন। সেখান থেকে গোপীবল্লভপুর বিধানসভার গজাশিমুল রাপন পোড়া মাঠে সভাতে যাওয়ার পথেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রাকে ঘিরে চরম উত্তেজনা ছড়াল ঝাড়গ্ৰামের গড় শালবনী এলাকায়। দফায় দফায় কুড়মিদের পথ অবরোধ এবং বিক্ষোভের মুখে পড়তে হল তৃণমূলের নেতাকর্মীদের।
জানা গিয়েছে,’ কুড়মিরা তৃণমূলকে ভোট দেয়না’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের প্রতিবাদে এবং কুড়মি সমাজের ঘোষিত ঘাঘর ঘেরা কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার বিকালে গড় শালবনীতে ঝাড়গ্ৰাম লোধাশুলি রাস্তা অবরোধ করেন কুড়মি সম্প্রদায়ের মানুষজন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঝাড়গ্ৰামের দিক থেকে ওই রাস্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় গজাশিমূল আসার সময় বিক্ষোভ দেখানো হয়। এরপর কুড়মিরা ‘গোরু চোর’, ‘কয়লা চোর’ ও ‘জয় শ্রী রাম’ শ্লোগানে গর্জে ওঠেন। অভিযোগ,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় পেরিয়ে যাওয়ার পর পুলিশ ও তৃণমূলের কর্মীদের একাধিক গাড়ির উপর ইঁট বৃষ্টি করা হয়। ভাঙা হয় ঝাড়গ্রামের বিধায়ক তথা বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ির কাঁচ।
একাধিক তৃণমূল কর্মীর বাইক ও গাড়ি। ঘটনায় মন্ত্রীর গাড়ির চালক সহ বেশ কয়েকজন আহতও হন। এই ঘটনার পরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় গোপীবল্লভপুর বিধানসভার গজাশিমুল মাঠের অধিবেশন থেকে কড়া বার্তা দেন । বিজেপিকে নিশানা করে ৪৮ ঘন্টার মধ্যে মিডিয়ার সামনে পুরো ঘটনার বিবৃতি জানতে যান তিনি। না হলে সকলের বিরুদ্ধে কঠোর শাস্তির হুশিয়ারি দেন অভিষেক বন্দোপাধ্যায়।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আপনারা আন্দোলন করছেন ইঁট পাটকেল মেরে তাহলে সিপি আই এম-এর হার্মাদ ও বিজেপির জাহুরদের সঙ্গে আপনাদের পার্থক কোথায়?’ বলে প্রশ্ন তোলেন অভিষেক। পশাপাশি এই খেলার শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি দেন তিনি। তবে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ঘটনায় পরেই পুরো বিষয়টি অভিষেক মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানিয়েছে ।এবং সমস্ত বিষয়টি ইতিমধ্যেই নবান্ন থেকে চাওয়া হয়েছে এস সির কাছে। (EVM News)