ইভিএম নিউজ ব্যুরো, ১০ জুনঃ (Latest News) পঞ্চায়েত নির্বাচনের পার্থী ঘোষণা করল ঝাড়গ্রাম জেলা বামফ্রন্ট। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই বামফ্রন্ট ১৯ জন জেলা পরিষদ সদস্যের মধ্যে ১৭ জনের নাম ঘোষণা করল। পরে দুজনের নাম ঘোষণা করা হবে। এই প্রার্থীদের মধ্যে গত বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম বিধান সভার পার্থী মধুজা সেন যেমন রয়েছে ঠিক তেমনি বেশ কিছু কুড়মি জাতির ও পার্থী করেছেন তারা।আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরে ? EVM News -এর প্রাক পঞ্চায়েত সমীক্ষা দেখুন
বামফ্রন্টের তরফ থেকে জেলা সম্পাদক প্রদীপ সরকার দাবি কারেন যে এই ১৯ টি জেলা পরিষদের পার্থী কোন না কোন সম্পর্দায় থেকে বাছা হয়েছে। বামফ্রন্টের দাবি তারা এই নির্বাচনে জিতলে লক্ষ্মী ভান্ডারে বর্তমান রাজ্য সরকার যে ৫০০টাকা দেন সেটি বাড়িয়ে ১৫০০ টাকা করবেন। পাশাপাশি প্রদীপ বাবু অভিযোগ করেন এই সরকার আসার পর নির্বাচন থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঠিক সময় প্রকাশ হয় না। আমার সব কিছু সঠিক সময় প্রকাশ করতাম। (EVM News)