ইভিএম নিউজ, ২২ ফেব্রুয়ারিঃ গরমের শুরু হতে না হতেই নয়া উদ্বেগের ডঙ্কা রাজ্যে। সম্প্রতি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের বোকারোতে মুরগির মধ্যে মহামারি দেখা যাচ্ছে। এই বিষয়ে ঝাড়খণ্ড সরকার জানিয়েছে বোকারোর বেশিরভাগ পোলট্রি ফার্মের মুরগিই বার্ড ফ্লু-তে আক্রান্ত। সেইকারণে বোকারোতে মুরগির ডিম, মাংস বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ লাগোয়া এই রাজ্যে বার্ড ফ্লু-র খবরে আতঙ্কিত নবান্ন।

বার্ড ফ্লু অত্যন্ত সংক্রামক একটি রোগ। খুব অল্প সময়ের মধ্যে বিরাট এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। দ্রুত পশু পাখি থেকে শুরু করে মানুষও আক্রান্ত হয়। বার্ড ফ্লু-তে জ্বর, ঠাণ্ডা লাগা, শ্বাসকষ্টের মতো নানা উপসর্গ দেখা যায়। ইতিমধ্যেই অ্যাডিনোভাইরাস নিয়ে নাজেহাল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর। তার মধ্যেই পড়শি রাজ্যের এই রোগ নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ঝাড়খণ্ড রাজ্যের বোকারো জেলার হাসপাতালে বার্ড ফ্লুয়ের জন্য আলাদা করে আইসোলেশন সেল খোলা হয়েছে। এমতাবস্থায় রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ জানান, ‘আমরা ঝাড়খণ্ডের খোঁজখবর নেওয়া শুরু করেছি। পড়শি রাজ্যের ওই এলাকা থেকে আমাদের রাজ্যে যাতে কোনও চিকেন, ডিম না ঢুকতে পারে সেই বিষয়ে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে’।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর