ইভিএম নিউজ ব্যুরো, ২২ ফেব্রুয়ারিঃ ভারতে নয়া ইউপিআই পরিষেবা চালু করল আরবিআই। ভারতে চলা জি২০ ( গ্রুপ অব টোয়েনটি) ফাইনান্স মিনিস্টারস অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক গভর্নরস অধিবেশন উপলক্ষ্যে ভারতে আসা বিদেশিদের জন্য চালু করা হচ্ছে এই নতুন পরিষেবা। মনিটারি পলিসির বৈঠকের শেষে এই পরিষেবার কথা ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। আর সেই পরিকল্পনাটি বাস্তবায়িত করল আরবিআই। আরবিআই সূত্রে খবর, ভারতে ঘুরতে আসা বিদেশিরা শুধুমাত্র এটির ব্যবহার করতে পারবেন। মোট ১৯ টি দেশ থেকে এই দেশে আসা পর্যটকেরা এই পরিষেবা পাবেন।
এই পরিষেবাটির সুবিধা পাবে, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, জার্মানি, মেক্সিকো-সহ মোট ১৯ টি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলি থেকে আসা পর্যটকরা । তারা এবার খুচরো টাকার লেনদেন করতে পারবেন নয়া এই ইউপিআইটির মাধ্যমে। গত ২১ ফেব্রুয়ারি থেকে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই সংযুক্ত হয়েছে সিঙ্গাপুরের ‘পে-নাও’র সঙ্গে। আপাতত দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরুর বিমান বন্দরেই বিদেশিরা পাবেন এই সুবিধা।
প্রিপেড পেমেন্ট ইনস্টলমেন্ট বা পিপিআই ওয়ালেটের সাহায্যে এটির ব্যবহার করতে পারবে বিদেশিরা এবং ওই ওয়ালেট ইস্যু করবে আইসিআইসিআই ব্যাঙ্ক এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। শুধু মাত্র ভারতেই নয়, দেশের বাইরেও মিলবে এর সুবিধা। তাছাড়াও এবার থেকে ভারতীয় মোবাইল নম্বর ছাড়াই টাকা লেনদেনের সুবিধা পাবেন সিঙ্গাপুর থেকে আসা ভ্রমণকারীরা।
আরবিআই সূত্রে খবর, এবার থেকে ইউপিআইয়ের মাধ্যমে নিজেদের নন-রেসিডেন্ট এক্সাটার্নাল এবং ইন্টারন্যাশনাল নম্বরের মধ্যে টাকা ট্রান্সফার করতে পারবেন অস্ট্রেলিয়া, কানাডা, হংকং, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, ব্রিটেন এবং কাতারে বসবারকারি ভারতীরা।