ইভিএম নিউজ ব্যুরো, কোচবিহার, ১০ মার্চঃ আলুর বন্ডের দাবিতে শুক্রবার সকাল থেকে কোচবিহারে মোট ৬ টি দেওয়ান হাট হিমঘরের সামনে ভীড় আলু চাষীরদের। ফলে তুমুল উত্তেজনা ছড়িয়ে পরে গোটা এলাকা জুড়ে। পদপিষ্ট হয়ে জখম হন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে যান পুলিশবাহিনী।
জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই আলুর বন্ডকে কেন্দ্র করে কোচবিহার জেলার দেওয়ান হাট এলাকায় হিম ঘরের সামনে জমায়েত হয় বহু আলু চাষি। কুপন সংগ্রহ করতে বৃহস্পতিবার রাত থেকেই প্রতিটি হিমঘরের সামনে ভিড় করে দাড়িয়ে ছিলেন প্রচুর কৃষক। সকালে হিমঘর খুলতেই শুরু হয় হুড়োহুড়ি। হিমঘর কর্তৃপক্ষের অসহযোগিতায় বচসা বাঁধে চাষিদের সাথে। তাতেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। আর এর জেরে পড়ে গিয়ে আহত হন দুজন মহিলা সহ বেশ কয়েকজন কৃষক। পৌঁছন পুলিশ। অনেক বোঝানোর পড়ে পরিস্থিতি ঠিক নবা হওয়ায় বাধ্য হয়েই পুলিশ কে লাঠিচার্জ ও কাদানে গ্যাস ও জল কামান ।
এই প্রসঙ্গে আলু চাষী কমল বর্মন জানান, সকাল থেকে তারা ভীড় জমিয়েছিল, কিন্তু হিমঘর কর্তৃপক্ষ তাদের সাথে দুর্ব্যবহার করে বলে অভিযোগ করে তারা। সব ক’টি হিমঘর মিলিয়ে অসুস্থ জনা ২৫ কৃষক। এদের মধ্যে মহিলাও রয়েছে। এদের কারও হাত কিংবা পা ভেঙেছে। সকলেই এখন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি।