জলপাইগুড়ি জেলার  বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের  অন্তর্গত টোটকা সাওগা বস্তি সংলগ্ন তিস্তার নদী  চরে  ফায়ারিং রেঞ্জে  প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল সেনার জওয়ানদের। প্রত্যেক বছর , শীতের শুরু থেকে প্রায় ছয় মাস ধরে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট থেকে এখানে বন্দুক চালানোর প্রশিক্ষণ নেন সেনা জওয়ানরা।

গতকাল, সেনা জওয়ানরা  যখন ফায়ারিং রেঞ্জে প্র্যাকটিস করছিলেন,  সেই সময় ৫৫ বয়সের তিলকবাহাদুর রায় নামে এক ব্যক্তি মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন। এলাকার বাসিন্দারা জানিয়েছেন” তিলক গবাদি পশু নিয়ে বেরিয়েছিলেন তিস্তা নদীর চরে। অভিযোগ, সেই সময় কোন ভাবে ভুল করে ফায়ারিং রেঞ্জ এর ভিতর ঢুকে পড়তেই প্রশিক্ষণরত সেনাবাহিনীর গুলির আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় তার দেহ”। জলপাইগুড়ির পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো ,জানিয়েছেন “ বাগরাকোট  এলাকায়  দুর্ভাগ্য জনক একটি ঘটনা ঘটেছে ।  মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার তরফে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তিলক বাবুর ছেলে বাইরে কাজ করেন। ফোনে খবর পাওয়ার  সঙ্গে সঙ্গে জয়পুর  থেকে  বাগরাকোটে ফেরত আসেন।স্থানীয়  বাসিন্দাদের সূত্রে আরও জানা গিয়েছে প্রত্যেক বছরই এই রকম দুর্ঘটনা ঘটে। সেনার তরফে সতর্কমূলক প্রচার করা হলেও সাধারণ মানুষ এই রকম ভুল প্রায়ই করে থাকে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর