আই এস এল টুর্নামেন্টে জয়ের সরণিতে ফিরল এটিকে মোহনবাগান। শনিবার ঘরের মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান পিছিয়ে পড়েও দুই এক গোলে হারাল কেরালা ব্লাস্টারসকে। ম্যাচের পনেরো মিনিটের মধ্যে দিমত্রির গোলে এগিয়ে যায় কেরালা। পিছিয়ে পড়ে আক্রমনে ঝড় তোলে সবুজ মেরুন শিবিরের ফুটবলাররা। তেইশ মিনিটে গোল টি শোধ করেন কার্ল ম্যাকহিউ। জয়সূচক গোলটি করেন কার্ল ম্যাকহিউ। ম্যাচের বয়স তখন বাহাত্তর মিনিট। জয়ের ফলে উনিশ ম্যাচে একত্রিশ পয়েন্ট সংগ্রহ করে প্লে অফে খেলার আশা জিইয়ে রাখল জুয়ান ফেরেন্দোর মোহনবাগান। অন্য দিকে সম সংখ্যক ম্যাচে একত্রিশ পয়েন্ট সংগ্রহ করে প্লে অফে খেলার দৌড়ে রয়েছে কেরালা ব্লাস্টারস।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর