অরুপ পাল, ২৫ ফেব্রুয়ারিঃ নতুন কোচ মেহেরাজ উদ্দিন ওয়েডু র হাত ধরে আই লিগে জয়ের সরণিতে ফিরল মহমেডান স্পোটিং ক্লাব। শুক্রবার ঘরের মাঠে কিশোর ভারতী স্টেডিয়ামে মহমেডান দুরন্ত ফুটবল খেলে ছয় চার গোলে হারাল লিগ খেতাব দৌড়ে শীর্ষে থাকা শ্রীনিধী ডেকান ক্লাব কে।

প্রথমার্ধে মহমেডান স্পোটিং ক্লাব এগিয়ে ছিল তিন দুই গোলে। ম্যাচের দু মিনিটের মধ্যে গোল করে মহমেডান কে এগিয়ে দেন কেন লুইস। এক মিনিটের মধ্যে গোল শোধ শ্রীনিধীর। গোলটি করেন হাসান। পঁচিশ মিনিটে বিশ্ব মানের গোল করে মহমেডান কে এগিয়ে দেন আবিওলা দাউদা। আঠাশ মিনিটে ফের গোল শোধ শ্রীনিধীর। তিরিশ মিনিটে‌ কেন লুইসের পাস থেকে গোল করে মহমেডান স্পোটিং কে এগিয়ে দেন আবিওলা দাউদা।

দ্বিতীয়ার্ধে মহমেডানের হয়ে বাকি তিনটি গোল করেন সেখ ফৈয়াজ, কেন লুইস এবং নিকোলা। শ্রীনিধীর হয়ে ব্যবধান কমান ওগান এবং গ্র্যাব্রিয়াল। কুড়ি ম্যাচে তেইশ পয়েন্ট সংগ্রহ করে মহমেডান স্পোটিং উঠে এল অষ্টম স্থানে। ম্যাচ হারলেও খেতাব দৌড়ে সুবিধাজনক জায়গায় রয়েছে শতাব্দী প্রাচীন মহমেডান স্পোটিং।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর