হরিয়ানার বিরুদ্ধে রঞ্জিতে বাংলার সামনে জয়ের হাতছানি। বাংলার প্রথম ইনিংসের ৪১৯ রানের জবাবে হরিয়ানা প্রথম ইনিংস শেষ করে ১৬৩ রানে। ২৫৬ রানে এগিয়ে থেকে হরিয়ানাকে তাদের মাঠে ফলো-অন করায় বাংলা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ফের বিপর্যয়ের মুখে পড়ে হরিয়ানা। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর আকাশদীপ ইতিমধ্যেই ৩ উইকেট তুলে নিয়ে বাংলাকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। এছাড়া মুকেশ কুমার ও ঈশান পোড়েল ২টি করে শিকার তুলে নিয়েছেন। তৃতীয় দিনের শেষ পর্যন্ত হরিয়ানার দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৭ উইকেটে ১৭৭ রান। ইনিংস হার এড়াতে হারয়ানাকে এখনো ৭৯ রান করতে হবে ম্যাচের শেষ দিনে।