ইভিএম নিউজ ব্যুরো, ৫ মেঃ (Latest News) শিলিগুড়ির মাটিগাড়ার কাওয়াখালিতে উপনগরী তৈরির লক্ষে জমি দিয়েও মেলেনি ঘোষণা মতো ক্ষতিপূরণ। লাগাতার ১৯ মাস ধরে এই নিয়ে আন্দোলন করছেন ভূমিরক্ষা কমিটি। শুক্রবার এই মর্মে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতিকে স্মারকলিপি দেয় পোড়াঝার কাওয়াখালি ভূমিরক্ষা কমিটি।
২০০৭ সালে বাম জমানায় এই জমি অধিগ্রহণ করেছিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। সেইসময় তাদের শর্ত ছিল, যারা ৩ কাঠা থেকে ৫ কাঠা পর্যন্ত জমি দেবে তাদের পুনর্বাসন হিসেবে প্লট দেওয়া হবে। যারা ১০ কাঠার ওপর জমি দেবেন , তাদের মিলবে একটি করে ফ্ল্যাট। কিন্তু শর্তানুসারে কোন কাজ হয়নি।
বাম আমল থেকেই ভূমিরক্ষা কমিটির পক্ষ থেকে এই আন্দোলন শুরু হয়। জট কাটেনি তৃণমূল জমানাতেও। কেবল প্রতিশ্রুতিই মিলেছে। এরই প্রতিবাদে তারা স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নেয়। (EVM News)
বিপজ্জনক বাড়ি ধসে গিয়ে বিপত্তি
রাজবংশী নাবালিকাকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে জেলায় জেলায় বিভিন্ন সংগঠনগুলির যৌথ বিক্ষোভ