ইভিএম নিউজ ব্যুরো, ১১ মেঃ(Latest News) ভর দুপুর। মাথার উপর চড়া রোদ। সেই চড়া রোদ মাথায় নিয়েই কয়েকশো শিল্পী মিছিল করে তাদের শিল্প প্রদর্শন করতে করতে এগিয়ে যাচ্ছেন। গরমে অতিষ্ঠ পথচারীরা এই সুসজ্জিত মিছিল দেখে দাঁড়িয়ে পড়ছে।

জঙ্গলমহল সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন পরিষদ এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে জেলাশাসক মারফত ১১ দফা দাবি সহ খোলা চিঠি পাঠাচ্ছেন তারা। আর তাই ঝাড়গ্রামের হিন্দু মিশন মাঠ থেকে মিছিল করে জেলাশাসক অফিসে গিয়ে ডেপুটেশন আকারে খোলা চিঠি জমা দেবেন তারা। পাশাপাশি জেলাশাসক অফিস সংলগ্ন স্থানে অনির্দিষ্ট কালের জন্য শান্তিপূর্ণ গন-অবস্থান করবেন শিল্পীরা।

তাদের দাবি, জঙ্গল মহলের প্রকৃত শিল্পীদের ভাতা প্রদান করতে হবে।
জঙ্গলমহলের সমস্ত শিল্পীদের পরিচয় পত্র প্রদান এবং শিল্পীদের শিল্পচর্চার জন্য জঙ্গলমহল একাডেমি তৈরি করতে হবে।
এছাড়াও জঙ্গল রক্ষা এবং শহরের উন্নয়ন সংক্রান্ত মোট ১১  দফা দাবি তারা জেলাশাসকের কাছে পেশ করেন।

এই প্রসঙ্গে, বিজেপির তুফান মাহাতো বলেন তৃণমূল সরকারের আমলে কেউ খুশি নেই, সবটাই দুর্নীতিতে ভরা আর তাই শিল্পী সহ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ রাস্তায় নেমেছে।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর