শিবশঙ্কর চট্টোপাধ্যায়, দক্ষিণ দিনাজপুরঃ ভুয়ো শিক্ষক, ভুয়ো ডাক্তার বা ভুয়ো উকিল, অথবা ভুয়ো পুলিশ ধরা পড়ার খবর তো কতই শোনা যায়। কিন্তু তাই বলে আস্ত একটা ভুয়ো সরকারি বাস? হ্যাঁ, কোনও গল্প বা হেঁয়ালি নয়। বাস্তবেই দিনের পর দিন এমন ভুয়ো সরকারি পরিবহন নিগমের বাস ছুটে বেড়াচ্ছে, দক্ষিণ দিনাজপুরের রাস্তায়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসগুলির মতোই, বালুরঘাটের রাস্তায় নিত্য ছুটে চলা এই যাত্রীবাহী বেসরকারী বাসগুলোর গায়েও রয়েছে নীল সাদা রং। এমনকী বাসের নামের আগেও কৌশলে লিখে দেওয়া হচ্ছে সংক্ষিপ্ত ‘এনবি’ শব্দ। এরপর তার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে এসটি, জিটি, সিটি ইত্যাদি। এতেই হয়ে যাচ্ছে এনবিজিটি,  এনবিএসটি, এনবিসিটি ইত্যাদি। এককথায়, আইনের ফাঁক গলে সরকারী গাড়ির রঙ, নাম, লোগো ইত্যাদি  অনুকরণ করে, কার্যত সাধারণ মানুষ আর সরকারি পরিবহন দপ্তরের চোখে ধুলো দিয়ে, দিব্যি চলছে এই বেআইনি পরিবহন ব্যবসা। আর বাসে উঠে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ যাত্রীরা।

ঘটনা হল, কিছু যাত্রীর অভিযোগের ভিত্তিতে, এর আগে এই  ধরনের বাসের গতিবিধি নিয়ন্ত্রণে ধরপাকড় শুরু করেছিল, রাজ্য সরকারের পরিবহন দফতর। কিন্তু দিন কয়েক যেতেই সেই ধরপাকড় বন্ধ হয়ে যাওয়ায়, আবারও রাস্তায় চলতে শুরু করছে এই বেআইনি আর ভুয়ো সরকারি বাস। ফের শুরু হয়েছে যাত্রী ভোগান্তির পালা।

বালুরঘাট মোটর ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অমিতাভ ঘোষের আক্ষেপ, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাস চালাতে সমস্যার মুখে পড়ছেন মালিকরা। তাই যাত্রী টানতেই কিছু বাস এই ধরনের কৌশল নিচ্ছে।

সবমিলিয়ে, নিজেদের ব্যবসা বাঁচাতে, এই চোখে ধুলো দেওয়া এই নীল সাদা রংকে বেআইনিভাবে ব্যবহার করার প্ররোচনা ঠিক কোথা থেকে আসছে, এখন তা নিয়েই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হয়েছে নতুন আর তীর্যক আলোচনা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর